অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন হেফাজতে ইসলাম বাংলাদেশ এর আমীর শায়খুল হাদীস আল্লামা জুনাইদ বাবুনগরী ।
গত চারদিন ধরে কিছুটা জ্বর থাকলেও বুধবার দুপুরে বুখারী শরীফের ক্লাস শেষে কিছুটা দুর্বলতা অনুভব করেন।
বিকেল হতেই শারীরিক অবস্থার অবনতি হলে হৃদরোগ বিশেষজ্ঞ ডা. ইব্রাহীম চৌধুরীর তত্বাবধানে নগরীর একটি প্রাইভেট হাসপাতালে ভর্তি করা হয় বলে নিশ্চিত করেছেন হেফাজত আমীরের ব্যক্তিগত সহকারী মাওলানা ইন’আমুল হাসান ফারুকী।
উল্লেখ্য, আল্লামা বাবুনগরী দীর্ঘদিন ধরে কিডনী ও ডায়াবেটিস জনিত সমস্যায় ভুগছেন।