মাধবপুরে ফেন্সিডিলসহ গ্রেফতার হয়েছেন মাধবপুর পৌরসভার ৭নং ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী শেখ জহিরের বড় ভাই শেখ বাদল।
গ্রেপ্তারের পগর তাকে গ্রেফতারের পর ৩ মাসের কারাদন্ড প্রদান করেছে ভ্রাম্যমান আদালত।
শুক্রবার বিকাল ০৪ ঘটিকায় তেলিয়াপাড়ার পুলিশ ফাঁড়ির ইনচার্জ এস.আই মোস্তফার নেতৃত্বে তেলিয়াপাড়া বাজারের নিকট থেকে ৫ বোতল ভারতীয় ফেন্সিডিলসহ পৌর এলাকার বাসিন্দা মৃত শেখ সেলিম চেয়ারম্যানের বড় ছেলে শেখ বাদলকে আটক করা হয়।
পরে মাধবপুর উপজেলা সহকারী কমিশনার ভুমি মহিউদ্দিন আহমেদ এর কার্য নিয়ে আসলে ভ্রাম্যমান আদালত বসিয়ে তাকে ৩ মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন।